সামিট গ্রুপের পরিচালক ফরিদ খাঁন ও তার স্ত্রী’র — গ্রেট ফলস, ভার্জিনিয়ার বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সামিট গ্রুপের পরিচালক ফরিদ খাঁন ও তার স্ত্রী’র — গ্রেট ফলস, ভার্জিনিয়ার বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে যুক্তরাষ্ট্র চাচ্ছে নিজেকে "মানুষের বন্ধু" রূপে উপস্থাপন করতে। এতে তারা অনেকখানি সফলও হয়েছে।
তাদের বর্তমান কার্যক্রম দেশের মানুষের চাওয়ার সাথে মিল রাখে। কিন্তু এর মানে এই না তারা আসলেই আমাদের "বন্ধু" । এর আড়ালে অন্য কোনো খেলা চলছে । বিশ্বের কোথাও যুক্তরাষ্ট্র গনতন্ত্র পুনরুদ্ধার করতে পারার নজির নেই।
আমি তাদের বিরোধিতা করছি না বা হাসিনা সরকারের সমর্থক ও আমি নই।
বলতে চাচ্ছি, দেশটা আমাদের। আর এই দেশকে রক্ষা করার দায়িত্বও আমাদের। এক্ষেত্রে অন্যের মুখের দিকে চেয়ে থাকলে তারা তা নিজের স্বার্থ উদ্ধারে কাজে লাগানোর চেষ্টা করবে এটাই স্বাভাবিক।
মুক্তিযুদ্ধকালীন সময়ে শেখ #মুজিবুর রহমানের ভূমিকা কী ছিল?
শূন্য!
৭ই মার্চ স্বাধীনতার #ঘোষণা না দেবার কারণে #ছাত্রলীগ এবং জাসদ ওনার উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে বলে উনি প্রাণভয়ে ধানমন্ডির বাড়িতে নিজেই #গৃহবন্দী হয়ে থাকেন এবং #পাকিস্তান আর্মিকে বলেন যে ওনাকে যেন প্রটেকশন দেয়া হয়। ফলে #শেখ #হাসিনা সহ ওনার পরিবারের সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পাকিস্তান আর্মির হাতে চলে যায়।
২৫শে মার্চ রাতে #পিলখানা, রাজার বাগ #পুলিশ লাইন্স, এবং ঢাকা #বিশ্ববিদ্যালয়ে গোলযোগ শুরু হলে ওনাকে পশ্চিম পাকিস্তানে চালান দেয়া হয়। যুদ্ধের পুরো সময় উনি পাকিস্তানে কাটান এবং এই সময়ে ওনার পরিবারের নিরাপত্তা এবং ভরণপোষণের সকল #খরচ দেয় পাকিস্তান আর্মি।
রেফারেন্সঃ
Major General (Retd.) Khadim Hussain Raja; A Stranger in My Own Country : East Pakistan, 1969-1971 ॥ [Oxford University Press (Karachi)- 2012 । p. ]
নিচের হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করুন:
#Bangladesh #Bangla #Bengali #Dhaka #Bangladeshi #Kolkata
#বাংলাদেশ #বাংলা #বাঙালী #ঢাকা #বাংলাদেশী #কলকাতা