#%E0%A6%AB%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8

Admin of Buddyverseadmin@buddyverse.one
2024-08-02
ফেডিভার্স এ বাংলাদেশী কমিউনিটির জন্য একটা স্পেস তৈরি করার উদ্দেশ্য থেকে Buddyverse এর যাত্রা শুরু হলেও সবার জন্য উন্মুক্ত!

ভালো কাটুক আপনার সময় গুলো!

#fediverse #ফেডিভার্স #bangladesh #বাংলা
2023-05-04

ফেডিভারস অনেকটা ইমেলের মত। আপনার যা হোক একটা চলনসই ইমেল অ্যাড্রেস থাকলেই হবে, আপনি সকলের সঙ্গে বার্তা বিনিময় করতে পারবেন। এও তাই। আপনার যেকোন একটি সার্ভারে একাউন্ট থাকলেই হল। অন্য সকলের পোস্ট আপনার সার্ভারে দেখতে পাবেন, তাতে নিজের রিয়্যাকশন দিতে পারবেন, এমনকি আপনাকে যারা ফলো করে তাদের “দেওয়ালে” ঐ পোস্ট পাঠাতে পারবেন, উত্তর দিতে পারবেন, ইত্যাদি।

কে কোন সফটওয়ার ব্যবহার করছেন, সেটা কোন‌ ব্যাপার নয়। কেউ ম্যাসটোডন ব্যবহার করেন, কেউ প্লেরোমা নামে একটি সফটওয়ার ব্যবহার করেন, তাতে কিছু যায় আসে না, কারণ সকলেই #ActivityPub প্রোটোকল ব্যবহার করেন।

যে সফটওয়্যার #ActivityPub প্রোটোকল ব্যবহার করে না, যেমন টুইটার, ফেসবুক, এদের পোস্ট দেখতে পাবেন না। তাইজন্য আপনার টুইটারের বন্ধুদের পোস্ট আপনার দেওয়ালে দেখতে পাবেন না, ওরাও তেমন আপনার করা পোস্ট, যেটা আপনার সার্ভারের দেওয়ালে তোলা হয়েছে, দেখতে পাবে না। যেমন এই পোস্টটি টুইটার বা ফেসবুকে‌ দেখা যাবে না, কিন্তু ম্যাসটোডন বা অন্যান্য ফেডিভারসের সার্ভারে দেখতে পাওয়া যাবে।

আপনি হয়ত ভাবছেন আপনার বন্ধুবান্ধব কেমন করে খুঁজে পাবেন? সেটা অবশ্য একটা ব্যাপার, তবে এখানে নতুন বন্ধু পাবেন, সেটাও একটা ব্যাপার। তাছাড়া টুইটারের বন্ধুদের স্ট্যাটাস আপডেট পড়তেও পারবেন, শুধু গল্প করতে পারবেন না।

#ফেডিভারস

@bengali_convo

@bengali_convo

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.07
Repository: https://github.com/cyevgeniy/lmst