#পরিচয় #introduction
নমস্কার, আমি সেই বাঙালি বাবু। কী জন্য জানি না, আমার পরিচিত সার্ভারটি আর খুলছে না। তা এখানে আবার অ্যাকাউন্ট খুলে ফেললাম। অতএব পরিচয়পর্বটি সেড়ে রাখি।
আমার নাম জিতাংশু নাথ। সবে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলাম, আঠারো বছর পার করলাম। থাকি পশ্চিমবঙ্গের কলকাতায়। এই অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্য #বাংলায়_আলাপচারিতা । আলাপের বিষয় #বাংলারইতিহাস #historyofbengal , #ভারতেরইতিহাস #historyofindia , বাংলা ও ভারতের #সংস্কৃতি #culture , #ঐতিহ্য #heritage । এছাড়া, বিজ্ঞানের ছাত্র আমি, অতএব #বিজ্ঞান #science নিয়েও কথা হবে। আর রাজনীতিতে আমার আগ্রহ আছে। আমি #বামপন্থী #leftist , #কমিউনিস্ট #communist । তাই #রাজনীতি #politics নিয়েও কথা হবে। তর্ক-বিতর্ক স্বাগত, ঝগড়া নয়।
ভালো কথা, বাংলায় হ্যাশট্যাগ না দিলে চলবে না।
#বাংলায়হ্যাশট্যাগ #hashtaginbengali
@bengali_convo