#hashtaginbengali

2023-05-26

আজ পশ্চিমবঙ্গে ১১ জৈষ্ঠ্য। আজ নজরুল জয়ন্তী। তাঁকে স্মরণ করে আমার এই লেখাটি। পড়ার, মতামত দেওয়ার ও শেয়ার করার অনুরোধ রইলো।

nagorik.net/culture/communal-a

@bengali_convo @bengali_dialogues
@mastodonindians

#কাজীনজরুলইসলাম #বাংলা #ভারত #KaziNazrulIslam #bengali #india #বাংলায়হ্যাশট্যাগ #hashtaginbengali

2023-03-29

#পরিচয় #introduction
নমস্কার, আমি সেই বাঙালি বাবু। কী জন্য জানি না, আমার পরিচিত সার্ভারটি আর খুলছে না। তা এখানে আবার অ্যাকাউন্ট খুলে ফেললাম। অতএব পরিচয়পর্বটি সেড়ে রাখি।
আমার নাম জিতাংশু নাথ। সবে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলাম, আঠারো বছর পার করলাম। থাকি পশ্চিমবঙ্গের কলকাতায়। এই অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্য #বাংলায়_আলাপচারিতা । আলাপের বিষয় #বাংলারইতিহাস #historyofbengal , #ভারতেরইতিহাস #historyofindia , বাংলা ও ভারতের #সংস্কৃতি #culture , #ঐতিহ্য #heritage । এছাড়া, বিজ্ঞানের ছাত্র আমি, অতএব #বিজ্ঞান #science নিয়েও কথা হবে। আর রাজনীতিতে আমার আগ্রহ আছে। আমি #বামপন্থী #leftist , #কমিউনিস্ট #communist । তাই #রাজনীতি #politics নিয়েও কথা হবে। তর্ক-বিতর্ক স্বাগত, ঝগড়া নয়।
ভালো কথা, বাংলায় হ্যাশট্যাগ না দিলে চলবে না।
#বাংলায়হ্যাশট্যাগ #hashtaginbengali
@bengali_convo

2023-01-21

বাংলাদেশে মহম্মদ জাফর ইকবাল টুকে বই লিখেছেন এই অভিযোগ ওঠার পর থেকে যেসব পোস্ট সমাজমাধ্যমে দেখছি, তার কমেন্টগুলো দেখলে একটা কথা পরিস্কার হয়। যেহেতু উনি ক্লাস সেভেনের পাঠ্যবইতে ডারউইনের তত্ত্ব নিয়ে লিখেছেন, তাই অনেকে ডারউইনের তত্ত্বটাকেই ভুল বলতে চাইছেন। তাঁরা সেই বাবা আদমের কাহিনীকে সত্য প্রমাণ করতে চাইছেন। তাঁদের অস্ত্র হয়েছে কিছু ফেক খবর (ভারতের মতো ওদেশেও ফেসবুক - হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের রমরমা)।
ডারউইনের তত্ত্ব নিয়ে এখানে আলোচনা করার মতো পরিসর নেই,আমার অত জ্ঞানও নেই। তবু, গত কয়েকবছর বিজ্ঞানচর্চার সঙ্গে যুক্ত থাকায় যেটুকু বুঝেছি, তার ভিত্তিতে কিছু কথা বলাই যায়। দেখুন, ডারউইনের তত্ত্বের অনেক কথাই পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু তাতে তাঁর 'যোগ্যতমের উদবর্তন' কিম্বা 'প্রাকৃতিক নির্বাচন' তত্ত্বের মূল কথাটা ভুল প্রমাণিত হয়নি। হুগো দ্য ভ্রিসের 'পরিব্যক্তিবাদ', মেন্ডেলের জিনগত গবেষণা, ভাইসম্যানের 'জার্মপ্লাজম মতবাদ' এবং হ্যালডেন, দোবঝেনস্কি প্রমুখের 'সংশ্লেষণ তত্ত্ব' ডারউইনের ত্রুটিগুলি সংশোধন করে তাকে পূর্ণতা দান করেছে। আজকের জিনগত গবেষণা এখনও সেই কাজ করে চলেছে। স্বর্গীয় কোনো সত্তা থেকে মানুষের সৃষ্টি— এই তত্ত্ব আজও বিজ্ঞানের দরবারে অস্বীকৃত, বরঞ্চ তার বিরুদ্ধে প্রমাণই আছে ভুরিভুরি।
আসলে, ডারউইনের তত্ত্ব আঘাত হেনেছিল ধর্মতন্ত্রের মূলে। চিরকালই মৌলবাদীরা তার বিরোধিতা করেছে। আজও করে আসছে‌। আজও আমেরিকার রিপাবলিকান দলের একাংশ দাবি করে যে ডারউইনের তত্ত্ব না পড়িয়ে বাইবেলের সাত দিনের সৃষ্টিতত্ত্ব পড়াতে হবে। ভারতের প্রাক্তন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ডারউইনের তত্ত্বকে ভুল বলেছিলেন স্রেফ এই যুক্তিতে যে বেদে বানর থেকে মানুষ জন্মের কথা লেখা নেই। আর বাংলাদেশের অবস্থা তো দেখছিই।
মহম্মদ জাফর ইকবালের খারাপ কাজের বিরোধিতা করুন। তা বলে বিজ্ঞানের সত্যের বিরোধিতা করবেন না।

#বাংলাদেশ #bangladesh #বিজ্ঞান #science #ডারউইন #darwin #ধর্ম #religeon #ভারত #india #আমেরিকা #america

#বাংলায়হ্যাশট্যাগ #hashtaginbengali

@mastodonindians
@bengali_convo

2023-01-11

টুইটার কেন ছাড়ছি না জানেন?
ফ্যাসিস্টদের হাঁড়ির খবর জানার এর থেকে ভালো প্ল্যাটফর্ম আর নেই।

Do you know why I am not leaving Twitter?
There is no better platform than this to know about the secret mentality of fascists.

#টুইটার #twitter #টুইটারবয়কট #TwitterExile #রাজনীতি #politics

#বাংলায়হ্যাশট্যাগ #hashtaginbengali

@bengali_convo
@mastodonindians

2022-12-04

বাংলার বিজেপিপন্থীরা মুসলমানদের বাঙালি বলতে চান না,'বাঙালি মুসলমান' শব্দবন্ধে তাদের বড় আপত্তি।অথচ,শ্যামাপ্রসাদের পর যে বাঙালিকে তারা আদর্শ মানেন(তাঁর লেখা না পড়েই),সেই বঙ্কিমচন্দ্রই বলেছেন "বাঙ্গালী মুসলমান" এবং তাদের বাঙালি সমাজের অন্তর্ভুক্তই করেছেন।

#রাজনীতি #বাঙালি #বাঙালিমুসলমান #বাংলা

#বাংলায়হ্যাশট্যাগ

সূত্র:— 'বাঙ্গালীর উৎপত্তি', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

The BJP (Bharatiya Janata Party,a Hindu-extrimist and fascist party) supporters of Bengal do not want to call Muslims Bengalee, they have objection to the term 'Bengalee Muslim'. However, after Shyamaprasad, the Bengali whom they consider ideal (without reading his writings), it is Bankim Chandra who has called "Bengali Muslim" and included them in the Bengali society.

#politics #bengalee #bengaleemuslims #bengal

#hashtaginbengali

2022-12-02

nagorik.net/culture/cinema/the

"ল্যাপিডের বক্তব্যে আপত্তি সম্পর্কে প্রশ্ন করি, একজন শিল্পী কি রাষ্ট্রদূত? তাঁকে শিল্পী হিসাবেই অতিথি করে আনা হয়েছিল এবং একজন শিল্পীর সবসময় তাঁর মুক্ত চিন্তা প্রকাশ করার অধিকার আছে। একজন শিল্পীর কাছ থেকে কেন আশা করা হবে তিনি ভারত সরকারের অতিথি বলে সরকারের নীতি ও কার্যক্রম অনুমোদন করবেন? এমনিতেও অগ্নিহোত্রীর ছবি কোনো সরকারি নথি নয়, ফলে ওই ইজরায়েলি পরিচালকের কোনো কূটনৈতিক দায় নেই ওই ছবির সমালোচনা না করার। দ্বিতীয়ত, শিল্পকে কূটনীতির দায় নিতে হলে আমাদের কোনো পরিচালকও কোনো মার্কিন নীতির সমালোচনা করতে পারবেন না। যেমন সত্যজিৎ প্রতিদ্বন্দ্বী ছবিতে ভিয়েতনাম যুদ্ধের প্রশ্ন তুলেছিলেন। সেটাও তাহলে অন্যায় ছিল, কারণ ভারতের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক ছিল। মুক্তিযুদ্ধ অথবা তিয়েন আন মেনের ছাত্র বিদ্রোহ নিয়েও আমাদের কোনো কথা বলা চলবে না, কারণ সেসব অন্য একটি দেশের আভ্যন্তরীণ ব্যাপার।"

পড়ার অনুরোধ রইল।

#রাজনীতি #politics #সিনেমা #cinema #দ্যকাশ্মীরফাইলস #TheKashmirFiles #ভারত #india #ইজরায়েল #isreal

#বাংলায়হ্যাশট্যাগ #hashtaginbengali

@bengali_convo
@mastodonindians

2022-11-30

প্রোপাগান্ডা ফিল্ম নিয়ে আমার তেমন সমস্যা নেই।বামপন্থী হয়ে প্রোপাগান্ডা ফিল্ম না হোক,তা তো বলতে পারি না।সমস্যা হয় যখন সেই প্রোপাগান্ডা ব্যবহৃত হয় হিংসা ও ঘৃণা ছড়াতে,সাম্প্রদায়িক মনোভাব সৃষ্টি করতে।কিন্তু 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে আমার আপত্তি আরও একটা জায়গায়।সিনেমাটা মোটামুটি হিট হওয়ার পর থেকে এর সঙ্গে যুক্ত সকলে এমনভাবে কথা বলছেন যেন তাঁরা কাশ্মীরি পণ্ডিতদের মসিহাঁ।তা মসিহাঁগন,আপনাদের ফিল্মের বাজেট ছিল ১৫ থেকে ২৫ কোটি টাকা,আর আয় হয়েছে ২৫০ কোটি টাকা,মানে লাভ অন্তত ২২৫ কোটি টাকা।তার কয় শতাংশ অত্যাচারিত কাশ্মীরি পণ্ডিতদের সুবিধার্থে ব্যয় করেছেন আপনারা???

#রাজনীতি #politics #TheKashmirFiles

@bengali_convo #বাংলায়হ্যাশট্যাগ #hashtaginbengali

2022-11-27

আমার লেখার #হ্যান্ডবুক #handbook

লেখালিখি এখনও শুরু করিনি,তবে করবো শীঘ্রই।তার আগে এমন ব্যবস্থা করে রাখা ভালো,যাতে আমার লেখা সহজে খুঁজে পাওয়াও যায় আবার অনেক লেখার মধ্যে হারিয়েও না যায়।তাই এই হ্যান্ডবুক তথা 'হ্যান্ডটুট' পোস্ট করা হচ্ছে।
আমি মূলত লেখার বিষয় অনুসারে পোস্টে নানারকম বিশেষ হ্যাশট্যাগ দেবো।যেহেতু এগুলি আমার তৈরি হ্যাশট্যাগ,তাই এতে ক্লিক করলেই আপনারা সেই বিষয়ে আমার সব লেখা পেয়ে যাবেন।বাংলা ইংরেজি দুই ভাষাতেই হ্যাশট্যাগ থাকবে,বাংলাভাষীদের বিশেষ অনুরোধ করবো বাংলা হ্যাশট্যাগটিতে ক্লিক করার। #বাংলায়হ্যাশট্যাগ #hashtaginbengali

এবার লেখার বিষয় অনুযায়ী হ্যাশট্যাগের তালিকা দিচ্ছি।

১) বাংলার ইতিহাস:— #বাংলারইতিহাস #historyofbengal

২) উৎসব:— #বাংলারউৎসব #festivalsofbengal

৩) সংস্কৃতি:— #বাংলারসংস্কৃতি #cultureofbengal

৪) রাজনীতি:— #রাজনীতিপ্রসঙ্গ #aboutpolitics

৫) ভারত:— #ভারতপ্রসঙ্গ #aboutindia

৬)বিশ্ব:— #বিশ্বপ্রসঙ্গ #aboutworld

৭) বিখ্যাত/অখ্যাত এবং বিশেষ ক্ষেত্রে অবদান আছে এমন ব্যক্তির স্মরণ:— #স্মরণ #homage

৮) বিশেষ দিন:— #আজকেরদিনে #onthisday

আপাতত এই রইলো বিষয় অনুযায়ী হ্যাশট্যাগের তালিকা। এই বিশেষ হ্যাশট্যাগ ছাড়াও জনপ্রিয় হ্যাশট্যাগ আমার লেখায় ব্যবহার করবো,তবে সেগুলো লেখার রিচ বাড়ানোর জন্য।এগুলো খুঁজে পাওয়ার সুবিধা আর শ্রেণিবদ্ধকরণের জন্য তৈরি।

For those who can't read Bengali,I shall toot the English translation of the above post after a little time.Please check that toot.I shall give the link of that toot in the comment of this toot also.

#লেখালিখি #writing #সংস্কৃতি #culture #রাজনীতি #politics #ইতিহাস #history #উৎসব #festival
@bengali_convo

2022-11-25

#ফুটবল #football #বিশ্বকাপ #worldcup

কৃতজ্ঞতা স্বীকার:— @hutomp -এর একটি লেখা থেকে কিছু অংশ নেওয়া।

#বাংলায়হ্যাশট্যাগ #hashtaginbengali

2022-11-25

@sayongdeepa ভালো অনেক কিছুও হচ্ছে। @bengali_convo ফলো করলে দেখতে পাবেন,কয়েকজন বাঙালি মিলে বাংলা ভাষায় হ্যাশট্যাগ ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে #বাংলায়হ্যাশট্যাগ #hashtaginbengali এখন এরকম বাংলা ইংরেজি উভয়ে হ্যাশট্যাগ দিয়ে শুরু করা হচ্ছে।

2022-11-25

#Introduction #আত্মপরিচয় লেখার বড় সাধ।কিন্তু সাধ্য ছিল না এতদিন।মানে শব্দসীমা ছিল কম।অতএব সার্ভার বদল।নাম জিতাংশু নাথ।পড়ি দ্বাদশ শ্রেণিতে।লিখতে চাই #বাংলার #bengal #সংস্কৃতি #culture #ঐতিহ্য #tradition #ইতিহাস #history নিয়ে।এছাড়া #রাজনীতি #politics নিয়েও লিখবো;বিশেষত #বামপন্থী #leftist #communist হওয়ায় তা নিয়ে তো লিখতেই হবে।এখন একটা ক্যাম্পেন করছি ক'জন বাঙালি মিলে,বাংলায় হ্যাশট্যাগ ব্যবহার #বাংলায়হ্যাশট্যাগ #hashtaginbengali ।এখন মূলত ইংরেজি বাংলা দুই ভাষাতেই হ্যাশট্যাগ দেওয়া হচ্ছে,যাতে রিচও বাড়ে আবার বাংলায় হ্যাশট্যাগের প্রচারও হয়। @bengali_convo আমাদের এই বিষয়ক গ্রুপ,ফলো করতে পারেন।যাক,এখন আসি,আবার দেখা হবে।

2022-11-21

@hutomp বিপক্ষে কারা খেলবে?১১ জনে তো একটা দল হয়। #রাজনীতি #politics #বাংলাযহ্যাশট্যাগ #hashtaginbengali

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.07
Repository: https://github.com/cyevgeniy/lmst