#%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80

2023-03-29

#পরিচয় #introduction
নমস্কার, আমি সেই বাঙালি বাবু। কী জন্য জানি না, আমার পরিচিত সার্ভারটি আর খুলছে না। তা এখানে আবার অ্যাকাউন্ট খুলে ফেললাম। অতএব পরিচয়পর্বটি সেড়ে রাখি।
আমার নাম জিতাংশু নাথ। সবে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলাম, আঠারো বছর পার করলাম। থাকি পশ্চিমবঙ্গের কলকাতায়। এই অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্য #বাংলায়_আলাপচারিতা । আলাপের বিষয় #বাংলারইতিহাস #historyofbengal , #ভারতেরইতিহাস #historyofindia , বাংলা ও ভারতের #সংস্কৃতি #culture , #ঐতিহ্য #heritage । এছাড়া, বিজ্ঞানের ছাত্র আমি, অতএব #বিজ্ঞান #science নিয়েও কথা হবে। আর রাজনীতিতে আমার আগ্রহ আছে। আমি #বামপন্থী #leftist , #কমিউনিস্ট #communist । তাই #রাজনীতি #politics নিয়েও কথা হবে। তর্ক-বিতর্ক স্বাগত, ঝগড়া নয়।
ভালো কথা, বাংলায় হ্যাশট্যাগ না দিলে চলবে না।
#বাংলায়হ্যাশট্যাগ #hashtaginbengali
@bengali_convo

2022-11-26
2022-11-26

#শীত আসছে।তাই কিছু জামাকাপড় কেনার ছিল।তা সুপার মার্কেটের দোকানে যা ফুলহাতা গেঞ্জি দেখাচ্ছিলো,তা ঠিক পছন্দ হচ্ছিলো না। #বামপন্থী -রও কখনো সখনো শখ জাগে বাজারি হওয়ার। অতএব দুটো শপিং মলে ঢুঁ মারলেম।
ঘন্টাখানেক দুই মলে কালক্ষেপ করে বেরিয়ে মনে পড়ে গেল বিবেকানন্দের সেই কথাটা, "হিঁদু—ছেঁড়া ন্যাতায় কোহিনুর মুড়ে রাখে;বিলাতী—সোনার সিন্ধুকে মাটির ঢেলা রাখে।" হিঁদু আর বিলাতীর জায়গায় বসিয়ে নিন যথাক্রমে পাড়ার দোকান আর শপিং মল।
এহেন দার্শনিক তথা আধ্যাত্মিক #উপলব্ধি নিয়ে আবার ফিরে গেলাম সেই সুপার মার্কেটে।যার দৌড় যদ্দুর!
#কেনাকাটা #shopping

#বাংলায়হ্যাশট্যাগ #hastaginbengali @bengali_convo

2022-11-25

#Introduction #আত্মপরিচয় লেখার বড় সাধ।কিন্তু সাধ্য ছিল না এতদিন।মানে শব্দসীমা ছিল কম।অতএব সার্ভার বদল।নাম জিতাংশু নাথ।পড়ি দ্বাদশ শ্রেণিতে।লিখতে চাই #বাংলার #bengal #সংস্কৃতি #culture #ঐতিহ্য #tradition #ইতিহাস #history নিয়ে।এছাড়া #রাজনীতি #politics নিয়েও লিখবো;বিশেষত #বামপন্থী #leftist #communist হওয়ায় তা নিয়ে তো লিখতেই হবে।এখন একটা ক্যাম্পেন করছি ক'জন বাঙালি মিলে,বাংলায় হ্যাশট্যাগ ব্যবহার #বাংলায়হ্যাশট্যাগ #hashtaginbengali ।এখন মূলত ইংরেজি বাংলা দুই ভাষাতেই হ্যাশট্যাগ দেওয়া হচ্ছে,যাতে রিচও বাড়ে আবার বাংলায় হ্যাশট্যাগের প্রচারও হয়। @bengali_convo আমাদের এই বিষয়ক গ্রুপ,ফলো করতে পারেন।যাক,এখন আসি,আবার দেখা হবে।

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.07
Repository: https://github.com/cyevgeniy/lmst